Home বিভাগীয় সংবাদ ১২টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার প্রকাশ

১২টি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার প্রকাশ

402
0

Tabit Awal
ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ‘আর্দশ ঢাকা আন্দোলন’ মনোনীত বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ১২টি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের রেগনাম টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইশতেহারে ঘোষিত ১২ দফা হলো, খাদ্য, বাসস্থান,চিকিৎসা,শিক্ষা সেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন ও যানবাহন সুবিধা, নগর পরিবেশ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, আমোদ-প্রমোদ, চিত্ত বিনোদন ও জনস্বাস্থ্য নিশ্চিতকরণ, ডিজিটাল সেবা, জননিরাপত্তা,প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নগর প্রশাসন উন্নয়ন।
এসময় ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, তাবিথ আউয়াল মিন্টু ‘আর্দশ ঢাকা আন্দোলন’মনোনীত বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Previous articleজাবিতে ৫ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
Next articleখালেদাকে মাঠে নামতে দেবেন না: ইসিকে কামরুল