Home জাতীয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানে

১৯তম সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানে

1032
0

Logo SAARC
নেপাল: সার্কের আগামী ১৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ প্রতিপাদ্য ধরে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রথম বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে দারিদ্র্য বিমোচনে সার্ককে আরো গতিশীল করতে হবে। বাস্তবায়ন করতে হবে সার্কে গৃহীত সকল সিদ্ধান্ত। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা করবে পাকিস্তান বলে উল্লেখ করেন তিনি।
বুধবার সকালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন উদ্বোধনের পরে ১০ মিনিটের প্রথম বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন বেলা ১১ টায়। এরপর একে একে সরকার প্রধানদের বক্তব্য চলে। তারপরে বক্তব্য রাখেন সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। মহাসচিবের বক্তব্যের পরেই বক্তব্য রাখেন সার্কের পর্যবেক্ষক সদস্য দেশসমূহ থেকে আগত প্রতিনিধিরা।

Previous articleরায় প্রকাশের পর কার্যকর করতে ১৫ দিনের বাধ্যবাধকতা নেই
Next articleবীনা মালিকের ২৬ বছরের জেল