Home সর্বশেষ ২০ ঘণ্টায় ছাত্রলীগের তিনবার সংঘর্ষ

২০ ঘণ্টায় ছাত্রলীগের তিনবার সংঘর্ষ

951
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাতজন আহত হয়েছেন। এ সময় সোহরাওয়ার্দী হলের ১৫টি কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় চারটি রামদা উদ্ধার করা হয়। গত বুধবার রাত ৯টা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের খেলার মাঠে মারামারি করেছে ছাত্রলীগের দুটি পক্ষ।

পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়ানো দুটি পক্ষ হলো বিজয় এবং চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)। এ দুটি পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এ নিয়ে গত এক বছরে অন্তত ১০ বার মারামারিতে জড়িয়েছে ছাত্রলীগের বিভিন্ন পক্ষ।

Previous articleজগন্নাথপুরে অতিরিক্ত জন্ম নিবন্ধন ফি আদায়, চেয়ারম্যানকে আইনী নোটিশ
Next articleসদর উপজেলায় লড়াই হবে সমানে সমান