Home জাতীয় ২০ দলের মত সরকারও হার্ডলাইনে থাকবে: ওবায়দুল কাদের

২০ দলের মত সরকারও হার্ডলাইনে থাকবে: ওবায়দুল কাদের

577
0

Wobaydul Kaderনড়াইল: বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ দলীয় জোট যতদিন হার্ডলাইনে থাকবে, ততদিন সরকারকেও হার্ডলাইনে থাকতে হবে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের মহাজন-ঘশিবাড়িয়া মন্দির চত্বরে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, সহিংস কর্মকাণ্ডের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে তোলা। আজকের এই সহিংসতায় জনগণ নেই।
আজকের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, নড়াইল-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তি, জেলা প্রশাসক আব্দুল গাফফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, শিশির শীল, শিল্পপতি বিশ্বজিৎ কুমার সাহা প্রমুখ।

Previous articleচুক্তি বাস্তবায়নের নামে সরকারের তালবাহানা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে
Next articleশান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখুন: জামায়াত