Home জাতীয় ২৪ ঘণ্টার মধ্যে মান্নাকে আদালতে তুলতে রিট

২৪ ঘণ্টার মধ্যে মান্নাকে আদালতে তুলতে রিট

656
0

Mahmudur Rahman Manna
ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মান্নার স্ত্রী মেহের নিগার এই রিট করেন।
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে ‘আটকের’ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে দুপুর আড়াইটার দিকে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি করেন মাহমুদুর রহমান মান্নার ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা। জিডি নম্বর ১০৮১।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর বনানী থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মান্নাকে আটক করা হয় বলে পরিবার অভিযোগ করে।
তবে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মান্নাকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে।

Previous articleযশোরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
Next article১৯ সালের আগে কোন সংলাপ-নির্বাচন নয়: নাসিম