Home সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ১২৮২, মৃত্যু ৩৪

২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ১২৮২, মৃত্যু ৩৪

342
0

ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭০২ জন। একই সময়ে সারা দেশে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ জনের। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে তিন লাখ ৩৬ হাজার ৪৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করে করোনার এই সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৬। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী।

Previous articleসর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতায় মামলাটির তদন্ত করা হবে
Next articleসরকার কারোনা রোগীর ভুল পরিসংখ্যান তৈরি করছে