নিউজ ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসব দিনের নির্ধারিত পরীক্ষাগুলোর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তবে উল্লেখিত তারিখের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা তিনি জানাননি। প্রসঙ্গত, আগামী ২৮ তিন সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ রয়েছে। আর সেকারণেই ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।