Home বিশেষ সংবাদ ৩৮তম বিসিএসের আবেদন ১০ জুলাই শুরু

৩৮তম বিসিএসের আবেদন ১০ জুলাই শুরু

693
0

ঢাকা: দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার বিকালে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৮তম বিসিএসের জন্য ১০ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

এবারই প্রথম বাংলার পাশাপাশি ইংরেজিতেও বিসিএস পরীক্ষা দেয়া যাবে। এছাড়া বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের আলাদা প্রশ্ন থাকবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, ৩৮তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ ও পুলিশ ক্যাডারে ১০০ পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ রয়েছে।

Previous articleজনগ‌ণের সমর্থন না থ‌াকলে ন‌মি‌নেশন পা‌বে না: ওবায়দুল কা‌দের
Next articleদেশে এখন গুণ্ডাতন্ত্রের শাসন চলছে: দুদু