৫ দিনের রিমান্ডে একুশে টিভির কনক সারওয়ার

0
1025

একুশে টিভির কনক সারওয়ার 1বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারকে পাচ দিনের রিমান্ডে দিয়েছে সিএমএম আদালত।

বুধবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবিরাজ রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাঁচ দিনের রিমান্ড মন্জুর করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদশক ওয়াদুজামান দশ দিনের রিমান্ডের আবেদন করেন।
মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে কনক সারওয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকেও ওই একই মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় ইটিভির চেয়ারম্যানের জামিন হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
ওই নারীর অভিযোগ, তাকে জড়িয়ে গত বছরের নভেম্বরে ইটিভিতে একটি অনুষ্ঠান প্রচার করা হয়।