Home খেলাধুলা ৮ ব্যাটসম্যানের বাংলাদেশ দল!

৮ ব্যাটসম্যানের বাংলাদেশ দল!

665
0

ঢাকা: গত ম্যাচে মাত্র ৯৬ রানে অল আউট। এক বছর পর দলে ফিরে বল হাতে মোটেও সুবিধে করতে পারেননি সোহাগ গাজী।কাল স্টেডিয়াম পাড়ায় ভাসছিল, শেষ টি-টোয়েন্টিতে সোহাগ গাজীর জায়গায় একাদশে থাকতে পারেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।

কিন্তু না, রটনাটা সঠিক নয়। সোহাগ গাজী একাদশ থেকে বাদ পড়েছেন ঠিকই, তার জায়গায় এসেছেন রনি তালুকদার। মানে একজন বেশী ব্যাটসম্যান নিয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে ৯৬ রানে অল আউট হওয়ায় এ ম্যাচে ব্যাটিং শক্তি বাড়িয়েছে টাইগাররা।
১১ জনের দলে আটজনই ব্যাটসম্যান।সাকিবকে বাদ দিলে স্পেশালিস্ট বোলার মাত্র তিনজন। এরমধ্যে দুই জন পেসার এবং একজন স্পিনার। পার্টটাইম বোলার নাসিরকে দিয়ে হয়ত পুরো ওভার করাতে হবে অধিনায়ককে।

Previous articleকার্বন নির্গমন হ্রাসে বাড়তে পারে ক্ষুধার্তের সংখ্যা
Next articleকী হচ্ছে সংসদে: সালাহউদ্দিন বাবর