অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা- ‘সাংবাদিকরা এদেশে সব চেয়ে নিরাপত্তাহীন’

0
504
blank
blank

সিলেট: দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবীতে সিলেট অনলাইন প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেছে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। শনিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ও দৈনিক সিলেট ডটকম সম্পাদক কবি মুহিত চৌধুরী।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এদেশে সব চেয়ে বেশী নিরাপত্তাহীনতায় রয়েছেন। যারা নিরাপত্তা দেবায় দায়িত্বে নিয়োজিত তাদের হাতেই নির্যাতিত হতে হচ্ছে।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, যখনই কোন জায়গায় সাংবাদিকরা নির্যাতনের শিকার হন তখন কয়েকদিন আন্দোলন চলে, পরে আস্তে আস্তে ঘটনাটি আড়ালে চলে যায়। সাংবাদিক সাগর-রুনী হত্যাকান্ডের আজো কোন কুল কিনারা হয়নি। তাই অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরী। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আব্দুর রহিম, কার্যকরি পরিষদ সদস্য ও ওজাস সভাপতি আব্দুল মুহিত দিদার, কার্যকরি পরিষদ সদস্য শিব্বির আহমদ ওসমানী প্রমূখ।