অভিযানে সিলেটের ‘আতিয়া মহল’ থেকে ৫৭ বাসিন্দা উদ্ধার

0
427
blank

নিজস্ব প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এ সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা সকাল ৮টা ২৮ মিনিটে লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে ‘আতিয়া মহলে’ এ অভিযান শুরু করে আটকা পড়া বাসিন্দাদের বের করে নিয়ে আসছে অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবনটি থেকে ৫৭ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাদের পাশ্ববর্তী একটি স্কুলে রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে ফেলে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে অভিযান পরিচালনার জন্য বিকেলে ঢাকা থেকে সোয়াট টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে অভিযানে নেতৃত্ব দিতে সিলেটে পৌঁছান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।