অলস বসে থাকলে সফলতা আসবে না: জাফর ইকবাল

0
558
blank
blank

সিলেট: শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, কাজ এবং প্রচেষ্টার মাধ্যমেই সফলতা আসবে, অলস হয়ে বসে থাকলে সফলতা আসবে না। বৃহস্পতিবার সিলেট নগরীর সুবিদবাজারে রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ) ও ইউরো কিডস স্কুল আয়োজিত বিজ্ঞান মেলা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

জাফর ইকবাল বলেন, শিশু-কিশোরদের মধ্য থেকেই আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বের হয়ে আসবে। এদের মধ্যে অনেকে গবেষণাও করবে। তারাই পৃথিবীর বুকে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে।

এ সময় জাফর ইকবালের সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হক, ড. মানস কান্তি বিশ্বাস, রাইজের অধ্যক্ষ মার্ক এডওয়ার্ড, ইউরো কিডসের অধ্যক্ষ রুশিনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।