অষ্ট্রিয়ায় বৃহত্তর নোয়াখালী সমিতির বনভোজ (২০১৭) সম্পন্ন

0
1335
blank
blank

অষ্ট্রিয়ায় বসবাসরত নোয়াখালীবাসীর সবচেয়ে বড় সংঘটন বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্দ্যেগে এক মনোমুগ্ধকর বনভোজন আয়োজন করা হয়।ইউরোপের অন্যতম পিকনিক স্পট অষ্ট্রিয়ার ক্লাগেনফোর্ট সিটির বিখ্যাত মিনি মোন্ডোসে ছিলো এইবারের বনভোজন। সমিতির সভাপতি জনাব মানোয়ার পারভেজ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি সাইফ আহমেদ ও বনভোজন আয়োজন কমিটির আহবায়ক হুমায়ুন কবিরের সার্বিক তত্বাবধানে এতে নোয়াখালী বাসী ছাড়াও অষ্ট্রিয়ায় বসবাসরত অন্যান্য অঞ্চলের ব্যক্তিবৃন্দ এবং অষ্ট্রিয়ায় কমিনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্তিত ছিলেন।মনোজ্ঞ এই আয়োজনে ছিলো ছোট সোনামণিদের বিস্কুট দৌড়, বড়দের জন্য রিলে দৌড়, মোরগ লড়াই, মহিলাদের জন্য বালিশ বদল প্রতিযোগিতা। সবার সুন্দর অংশগ্রহণের বনভোজনটি হয়ে উঠে প্রবাসে এক বাংলাদেশি মিলনমেলা।আনন্দঘন এই পরিবেশ আরো মুখরিত হয় ভিয়েনার বিভিন্ন রাজনৈতিক দল ও আঞ্চলিক সমিতির নেতাকর্মী একই কাতারে অংশগ্রনে।এতে আরো উপস্তিত ছিলেন অষ্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি কে এম যে সামস বাবু,জনাব নেয়ামুল বশির,সাবেক সহ সভাপতি রেজাউর রহমান পলাশ, বিএনপির সাবেক সেক্রেটারি হানিফ ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা জনাব বাবুল আহমেদ,মুহাম্মদ মস্তফা, সোহাগ রায়হান, সিলেট সমিতির পক্ষ থেকে মাইদুল মিয়া,শাহ জাকি,মিফতা,টিপু চৌধুরী,ব্রাম্মনবাড়িয়া সমিতির পক্ষ থেকে দুলাল ভূইয়া,আরেফিন রানা।এছাড়া ও যুবলীগ, ছাত্রদলের অনেক নেতাকর্মী উপস্তিত ছিলেন।বনভোজনে সেচ্ছাসেবী হিসেবে নেতৃত্বদেন জনাব মাসুদ, মুরাদ,হেলাল উদ্দিন,ফিরোজ, তোফায়েল,রাজু সহ আরো অনেকে।আয়োজন কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমিতির সভাপতি বলেন প্রতিবছরের ন্যায় আমাদের এই আয়োজন আগামীতেও আরো বড় পরিসরে করা হবে ইনশাআল্লাহ।