অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ

0
567
blank
blank

জগন্নাথপুর: অকাল বন্যা, অসময়ে অতিবৃষ্টি আর নদী সমুহের নড়বড়ে বেড়ীবাঁধ ভেঙ্গেপড়ায় তলিয়েগেছে দেশের হাওর অঞ্চল সুনামগঞ্জ জেলার প্রায় সবকটি হাওর।হাড়ভাঙ্গা কষ্টে ফলানো ধান হারিয়ে নিঃশ্ব একফসলি কৃষিনির্ভর গরীব সমাজ। ফসল হারানোর কষ্ট সয়ে উঠার আগেই দ্বিতীয় আয়ের উৎস জলের মাছ জলিয় বিষক্রিয়ায় মরে ভেসে উঠে। ধানের পর মাছ হারিয়ে দুর্ভিক্ষ নিশ্চিত হয় মাছে ভাতে ভাঙ্গালিদের। যে হাওর সমুহে পানির সময় জেলেদের অনেক নৌকা দেখাযায় সেখানে আজ শুনশান নিরবতা। সর্বহারা কৃষকদের মুখে একচিলতি হাসি ফোটানোর উদ্দেশ্যে বিভিন্ন স্থানের সামাজিক-রাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় কমবেশি ত্রাণ নিয়ে আসছেন হাওর অঞ্চলে। এরই ধারাবাহিতায় আজ ১৯/০৫/২০১৭ইং “কাল আছি আজ নাই” নামক একটি সামাজিক সংগঠনের উদ্দোগে, সংগঠনের প্রধান উপদেষ্ঠা বিশিষ্ট সমাজ সেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমেরিকা প্রবাসী জনাব বশীর আহমদ ও সংগঠনের সভাপতি বিশিষ্ট কবি শাহ কামাল সবুজের প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউ/পির দাসনাগাঁও গ্রামবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। তারা স্থানীয় হলদিপুর চৌধুরী বাড়ির, কবি সাংবাদিক ও সংগঠক এম এ আসাদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি তাদের ইউনিয়নের সবচে’ বেশী গরীব গ্রাম সমুহের একটি দাসনাগাঁওয়ে ত্রাণ দেয়ার পরামর্শ দিলে তারা সেখানে ত্রাণ বিতরণের জন্য ঢাকা থেকে আসেন। সেখানে তারা সর্বহারা কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমান চাল,ডাল ও তৈল বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন আজ আছি কাল নাই সংগঠনের সভাপতি কবি শাহ কামাল সবুজ, সংগঠনের অন্যতম সদস্য জাহিদুল ইসলাম খুকন, কবি সাংবাদিক ও সংগঠক এম এ আসাদ চৌধুরী ও স্থানীয় মুরুব্বিগণ।ত্রাণ দেয়া শেষে উপস্থিত লোকজনের উদ্দেশে কবি শাহ কামাল সবুজ বলেন, আমরা যারা এই সামান্য খেদমতের ব্যবস্থা করেছি, বিশেষত জনাব বশীর আহমদ সহ অন্যান্য যারা ছিলাম আমাদের জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন।আর বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দেশ্যে বলেন আপনারা এদের সাহায্যে এগিয়ে আসুন। নিশ্চিত এর উত্তম বদলা আল্লাহ আপনাদের দান করবেন।