অস্ত্র পরীক্ষার সময় গুলিতে পুলিশ সদস্য আহত

0
476
blank
ফাইল ছবি
blank

ঢাকা: অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি ছুটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা রহিমউদ্দিন নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আহত হয়েছেন। সোমবার ভোররাত ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রহিমউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপিবিএন সূত্রে জানা গেছে, ডিউটি পরিবর্তনের সময় নিয়মমাফিক অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমউদ্দিনের বুকের ডানপাশে লাগে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ডিউটি পরিবর্তনে অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে সে আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে।

এসপিবিএন-২–এর পুলিশ সুপার সেলিম খান বলেন, ডিউটি পরিবর্তনের সময় অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমউদ্দিন আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে প্রাথমিক শেষে রহিমউদ্দিনকে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও করা হয়েছে।