আওয়ামী লীগ মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে: প্রধানমন্ত্রী

0
422
blank

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫ এর পর বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়। বিএনপি নেত্রী সেই ধারা অব্যাহত রেখেছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে জঙ্গিবাদ, জেএমবি ও সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। তারা সব সময় মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। বুধবার বিকেল ৪টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭০ এর নির্বাচনে বাংলার মানুষ ভোট দিয়েছিল বলেই স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতার পর মাত্র তিন বছরের মধ্যেই বঙ্গবন্ধু কৃষক শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে যান। কিন্তু ৭৫ এর পর বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। তখন থেকে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, বিএনপি ক্ষমতাসীন থাকাকালে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি বাস-ট্রাকে আগুন দিয়ে পাঁচ শতাধিক মানুষ পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে। আমরা বর্গাচাষীদের বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা করে দিয়েছি।
এর আগে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছান। পরে প্রধানমন্ত্রী তার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুরবাড়ি বদরপুরের ‘আফসানা মঞ্জিল’ যান।
পরে প্রধামন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, পল্লী কবি জসীম উদদীন সংগ্রহশালা, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি, শিশু একাডেমী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শকের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, সরকারি রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, সদর উপজেলাধীন চর কমলাপুর খেয়াঘাট হতে বিলমামুদপুর স্কুল সড়কে কুমার নদীর উপর ৯৬.০০ মিটার দীর্ঘ আরসিসি ব্রীজ, ভাংগা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নয়ন, আঞ্চলিক নির্বাচন অফিস, বিএসটিআই ভবন, ভাঙ্গা থানা ভবন, মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদর উপজেলা হতে বাখুন্ডা জিসি হয়ে রসুলপুর ভায়া চরনিখুরদি সড়ক, ফরিদপুর সদর উপজেলাধীন ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গী কমিউনিটি ক্লিনিক, ৩৩/১১ কেভি হারুকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রসহ ২০টি প্রকল্পের উদ্বোধন করেন।