আটজনের তালিকা ইন্টারপোলকে দিয়েছে দুদক

0
510
blank
blank

ঢাকা : অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা কিংবা সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে থাকা আট ব্যক্তিকে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে তাদের তালিকাসহ বিস্তারিত তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে অর্থপাচার করে পালিয়ে থাকা এমন ৭০ জনের একটি তালিকাও তাদের হাতে প্রস্তুত আছে বলে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুদক কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ‘অর্থপাচারের অভিযোগে ইতিমধ্যেই অনেক মামলা হয়েছে। আদালতের আদেশ নিয়ে ওই অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে পাচার করা অর্থও ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।’
যে আটজনের তালিকা ইন্টারপোলকে দেওয়া হয়েছে তাদের বিষয়ে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা তাদের নাম ও তালিকা প্রকাশ করছি না। কারণ নাম ও তালিকা প্রকাশ করলে অপরাধীরা স্থান পরিবর্তন করে ফেলে। সে কারণেই আমরা এই মুহূর্তে তালিকা দেবো না।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘যিনি বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ ও পাচার করে বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছেন, তাদের প্রত্যেককেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি প্রক্রিয়া ও কৌশল প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’