আনন্দ-আতঙ্ক নিয়ে ইতালিতে খুললো স্কুল

0
603
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক : ছয় মাস বন্ধ থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ইতালিতে স্কুল খুলে দেওয়া হলো। ২০টি অঞ্চলের ১৩টির স্কুল খুলে দেওয়া হয়েছে। বাকি সাত অঞ্চলে স্কুল খোলা হবে আরও এক সপ্তাহ পর।

৫৬ লাখ শিক্ষার্থীকে তাদের ডেস্কে ফিরতে বলা হয়েছে। সরকারের এই স্কুল খোলার সিদ্ধান্তে রোমাঞ্চিত শিক্ষার্থীরা। একই সঙ্গে কাজ করছে আনন্দ আর আতঙ্ক। রোমের প্রাইমারি স্কুল শিক্ষক পাত্রিজিয়া জুচেত্তা বলেছেন, আমাদের শিক্ষক ও শিশুদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে। আমরা আবারও একে অন্যকে দেখতে পাবো, এটা খুব আনন্দের। কিন্তু অনেক কাছাকাছি না হতে পারাও একটা সংগ্রাম।