আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন ড. মির শাহ আলম

0
710
blank
blank

বাংলাদেশ বেতারের পরিচালক (বানিজ্যিক কার্যক্রম) রোটারিয়ান ড. মির শাহ আলম বিশ্ব বেতার দিবস উপলক্ষে ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কল্পনা স্কয়ারে দুদিন ব্যাপি ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হলেন। অনুষ্ঠানের উদ্ধোধন করেন ওড়িশা রাজস্বমন্ত্রী সূর্যনারায়ন পাত্র, বাংলাদেশ বেতারের পরিচালক (বানিজ্যিক কার্যক্রম) রোটারিয়ান ড. মির শাহ আলম, ওড়িশার প্রাক্তন সাংসদ সমীর রঞ্জন পট্রনায়েক ও মেলার আহবায়ক সুব্রত কুমার পতি। মেলায় চীন, আন্তর্জাতিক বেতার (সিআরাআই), ভয়েজ অব আমেরিকা (ভিওএ) সহ দেশীয় আন্তর্জাতিক স্তরের শতাধিক বেতার প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

এছাড়াও মেলায় প্রথম বারের মত বাংলাদেশের প্রতিনিধি হয়ে চীন ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেনীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব যোগদান করে এবং আন্তর্জাতিক পুরস্কারে ও ভূষিত হয়। উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
এদিকে ড. মির শাহ আলমের আন্তর্জাতিক সম্মাননায় এবং দুদিন ব্যাপি ভারতে রেডিও মেলা প্রসঙ্গে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সভা কক্ষে গতকাল ১৮ ফেব্রুয়ারি এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী মানোয়ার হোসেন খান, উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোঃ হাবিবুর রহমান, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, উপ-আঞ্চলিক প্রকৌশলী আবুল হাছান মোঃ ফয়সল, সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, প্রদীপ কুমার দাস, মোঃ জোনায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী মেহরাজ হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, বাংলাদেশ বেতার,সিলেট প্রতিনিধি এম রহমান ফারুক, মেট্রোপলিটন স্কাউটস সম্পাদক মোঃ ওয়াহিদুল হক, বেতারের সংগীত প্রযোজক মধু খান প্রমুখ।