আফগানদের বিপক্ষে জয়ের টোটকা দিলেন সাকিব

0
740
blank
blank

ভালো কিছু করার লক্ষ্য নিয়েই দায়িত্ব নিয়েছে নতুন কোচিং স্টাফ। তাদের অভিজ্ঞতায় আস্থা রাখতে চান অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে আফগানিস্তান অনভিজ্ঞ দল হলেও, তাদের বিপক্ষে জয়ের জন্য একক নয়, করতে হবে দলগত পারফরম্যান্স, বলছেন সাকিব।

নতুন কোচিং স্টাফ। দেশের ক্রিকেটে নতুন আশা। আপাতত সামনে অ্যাসাইনমেন্ট আফগানিস্তান সিরিজ। এক মাত্র টেস্ট দিয়ে শুরু হবে রাসেল ডমিঙ্গো যুগ।
দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব। দু’দিন অনুশীলনও করেছেন তার অধীনে। এত দ্রুত ডমিঙ্গোর কোচিং দর্শন নিয়ে মন্তব্য করাটা সমিচীন হবে না। অধিনায়ক সাকিব সেটা করেনও নি। তবে ডমিঙ্গো-ল্যাঙ্গেভেল্টের অভিজ্ঞতায় আস্থা আছে তার।
বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘ডমিঙ্গো-ল্যাঙ্গেভেল্টের অভিজ্ঞতা অনেক। ভালো না হওয়ার কোনো কারণ দেখি না।’
বিশ্বকাপ ভালো কাটেনি আফগানদের। কিন্তু দলটা কতটা ভয়ংকর হতে পারে তা ভালোই জানা সাকিবের। গেলো বছর টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছিলো বাংলাদেশ। তবে এবার ফরম্যাট ভিন্ন। অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ। তারপরও আফগানদের বিপক্ষে জয় সহজ হবে না। তবে করণীয়টা জানিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব।
সাকিব বলেন, ‘আফগানদের বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার আছে। টিম হিসেবে ভালো খেলতে হবে। এককভাবে ২-১ জন ভালো খেললে তেমন কাজে আসবে না।’
দেশের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ছুটিতে। ওপেনিংয়ে পরিবর্তনটা অবধারিত। অনেকেই বলছেন নতুনদের বাজিয়ে দেখা হতে পারে আফগানদের বিপক্ষে। সাকিব জানালেন ভিন্ন মত।