আমার কর্মীর গায়ে আঁচড় দিয়ে শান্তিতে ঘুমানো যাবে না: শামীম ওসমান

0
607
blank
blank

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের দলীয় সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি বেঁচে থাকতে আমার কর্মীর গায়ে কাউকে আঁচড় দিতে দেব না। কেউ যদি আমার কর্মীর গায়ে আঁচড় দেয়, এই নারায়ণগঞ্জের মাটিতে এক ঘণ্টাও সে শান্তিতে ঘুমাতে পারবে না।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় শামীম ওসমান এসব কথা বলেন।  একই সঙ্গে সেই অস্ত্রধারী নিয়াজুলকে হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মেয়র আইভীর সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মামলা করার ইঙ্গিতও দেন তিনি।

২০১৮ সালের ১৬ জানুয়ারি শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলা হয়। ওই ঘটনার প্রায় ২২ মাস পর আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিয়াজুলসহ নয়জনের নামে মামলা নথিবদ্ধ করে। মামলার আসামি অস্ত্রধারী নিয়াজুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজামসহ অপর আসামিরা সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।