আমি হতাশ, দুঃখিত

0
562
blank
blank

রাশিয়া বিশ্বকাপে সব থেকে বুড়ো দল হিসেবে খাতায় নাম লিখিয়েছিলো আর্জেন্টিনা। দলটিতে সব বয়স্ক খেলোয়ারে ভারী। আর তাই খোঁড়াতে খোঁড়াতে নানা হিসেব আর সমীকরণ মিলিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডে শেষ করে দ্বিতীয় রাউন্ডের টিকিট পায় আর্জেন্টিনা।

তবে তারুণ্যের গতির সঙ্গে অভিজ্ঞতা যে হার মানে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেটাই দেখা গেল। ফরাসিদের সামনে শেষ রক্ষা হলো না তাদের। গোল বন্যার ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ আসর থেকেই বিদায় নিল ল্যাটিন আমেরিকার দেশটি।

আর্জেন্টিনা দলের এমন পরাজয়ে হতাশ দলটির কোচ হোর্হে সাম্পাওলি। নিজেদের সাধ্যমত চেষ্টার পরেও জয় না পাওয়ায় দুঃখিত আর্জেন্টাইন কোচ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘মেসি যেন বল পায় সেজন্য আমরা এভাবে খেলেছিলাম। প্রতিপক্ষের জালে তিন বার বল পাঠানোর পরও হেরে গেলাম। আসলে আজ অনেক দুঃখজনক দিন। আমরা সাধ্যমত খেলেছি। আগেই বুজতে পেরেছি ফ্রান্স কঠিন প্রতিপক্ষ। আমি খুব হতাশ, আমি দুঃখিত।’