আ’লীগ ঈর্ষান্বিত হয়ে সমালোচনা করছে: মির্জা ফখরুল

0
552
blank

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ঈর্ষান্বিত হয়ে অরাজনৈতিক ভাষায় ভিশন-২০৩০-এর সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোনোকিছু গভীরভাবে খতিয়ে দেখে বিবেচনা করার মেধা ও যোগ্যতার অভাবে গৎবাঁধা মেঠো সমালোচনা করা তাদের পুরনো অভ্যাস। বিএনপি বরাবর ভিশনারি দল। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ভিশনারি নেতৃত্ব। বৃহস্পতিবার খালেদা জিয়ার ভিশন ২০৩০ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এদেশে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, কৃষি, শিল্পায়ন ও রাষ্ট্রব্যবস্থা-সহ সকল ক্ষেত্রে যে আধুনিকায়ন ও ইতিবাচক সংস্কার তা বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরেই এসেছে। একদল থেকে বহুদলীয় গণতন্ত্র জিয়া উপহার দিয়েছেন। সংসদীয় গণতন্ত্র খালেদা জিয়া উপহার দিয়েছেন স্বৈরাচারকে পরাজিত করে নর্বাচিত হয়ে এসে। বাক-ব্যক্তি-সংবাদপত্র ও বিচারবিভাগের স্বাধীনতা বিএনপি দিয়েছে। সমাজতন্ত্রের নামে লুটতরাজের কমান্ড ইকোনমির জায়গায় জিয়া বেসরকারিখাতকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে মুক্ত ও প্রতিযোগিতামূলক করেছেন।
তিনি বলেন, ‘মুক্তবাজার অর্থনীতি ও ভ্যাট বিএনপির অবদান। যোগাযোগ, শিক্ষা, নারীশিক্ষা, অবকাঠামোগত উন্নয়নে যুগান্তকারী অবদান বিএনপির। নারী ও শিশু, যুবশক্তি, মুক্তিযোদ্ধা, প্রবাসী ও আইটি মন্ত্রণালয় বিএনপি স্থাপন করে। মুক্তিযোদ্ধাদের তালিকা ও ইতিহাস প্রণয়নের উদ্যোগ বিএনপির। কৃষিতে আধুনিক ও যান্ত্রিক সেচ ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বিপ্লব ঘটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সাফল্য বিএনপির। বিদেশীদের ফেলে দেওয়া পুরনো কাপড় আমদানি করে ব্যবহারের বদলে বস্ত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া।
ফখরুল ইসলাম বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকল বন্ধ এবং বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে দেশে ছাপানো বই পৌঁছে দেওয়ার কৃতিত্বের সূচনা বিএনপির হাতে। পরিবেশ দূষণ রোধে বিএনপি সরকার যুগান্তকারী সাফল্য অর্জন করেছিল ক্ষতিকারক পলিথিন ও কালো ধোঁয়ার থ্রি হুইলার যান নিষিদ্ধ করে। দেশের শীর্ষ জঙ্গী নেতাদের জীবিত আটক করে তাদের বিচার বিএনপি সরকার নিশ্চিত করে জঙ্গীবাদের সাংগঠনিক কাঠামো ও শক্তি নিঃশেষ করে দিয়েছিল।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ভিশন দিলেও তা বাস্তবায়ন করে না। সে যোগ্যতা তাদের নেই। তারা দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, অত্যাচার, অপশাসন আর গলাবাজি ও ধাপ্পায় লিপ্ত থাকে। তাদের দিনবদলের ঘোষণা এখন এক করুণ পরিহাসে পরিণত হয়েছে।
বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে। অতীতে তা প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও হবে ইন শাআল্লাহ্। আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে সার্ক গঠনের উদ্যোগ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই নিয়েছিলেন। বিএনপি আমলে অর্থনীতিতে জাতীয় প্রবৃদ্ধির হার ৭.৬% এ পৌঁছেছিল। আমরা দায়িত্বে থাকলে প্রবৃদ্ধির হার এতদিনে ডবল ডিজিটে পৌঁছাতো।’
– See more at: http://bangla.thereport24.com/article/187482/%E0%A6%86%E2%80%99%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-:-%E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2#sthash.SwfgeHrH.dpuf