ইরানের বিরুদ্ধে অবরোধ জাতিসংঘ সনদের লঙ্ঘন: মাহাথির

0
567
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শনিবার কাতারে এক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মাহাথির মোহাম্মদ দোহা ফোরামে যোগ দিতে গিয়েছেন। সেখানে যোগ দিয়েছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

এ সময় মাহাথির বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে একতরফা অবরোধ আরোপ সমর্থন করে না মালয়েশিয়া। এই অবরোধের কারণে মালয়েশিয়া ও অন্য দেশগুলো বড় একটি বাজার হারিয়েছে। এমন অবরোধ পরিষ্কারভাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন অবরোধ শুধু প্রয়োগ করতে পারে জাতিসংঘ তার সনদের আওতায়।