ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে নিরপেক্ষ থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

0
603
blank
blank

ঢাকা : ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুকে তাদের নিজস্ব বিষয় হিসেবে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ ব্যাপারে আমরা জড়াতে চাই না। কারণ, আমরা ভারসাম্যপূর্ণ জোটনিরপেক্ষ থাকতে চাই। আমাদের নীতি- সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মুজিববর্ষ উদযাপন সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যরা ঝগড়া করুক। আমাদের নীতি সবার সাথে মিত্রতা, কারো সাথে শত্রুতা নয়। আর এ নীতিতেই থাকবে বাংলাদেশ। আমরা বিশ্বের শান্তি চাই।

উত্তাল ইরাকে বাংলাদেশি কর্মীদের সবশেষ অবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা ভেবে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আমরা নিরবিচ্ছিন্ন খবর রাখছি। আমাদের প্রায় তিন লাখ শ্রমিক ইরাকে আছেন। তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে শান্তি কামনা করে বলেন, আমরা বিশ্বের স্থিতিশীলতা চাই। কারণ আমরা সব জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছি। কোনো দেশে ঝামেলা হোক তা আমরা চাই না।