ইলেকট্রিক কেটলি থেকে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

0
458
blank

ঢাকা: চায়ের ইলেকট্রিক কেটলি থেকে বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির প্রধান ঢাকা বিভাগের ডেপুটি ডিরেক্টর সমরেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি বলেন, চায়ের ইলেকট্রিক কেটলির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ওই কক্ষে থাকা কয়েকটি চেয়ার-টেবিল পুড়ে গেছে। তবে কোনো গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, কাগজ ও ফাইলের ক্ষতি হয়নি।
গত শুক্রবারই তথ্য নেয়া হয়েছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মহাব্যবস্থাপকের (জিএম) পিএসের কক্ষের কেটলিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও হয়েছে। সোমবার অফিস খুলবে। ওই বিভাগের সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবেন বলে জানান তিনি।