ইসরাইলের সঙ্গে চুক্তির চড়ামূল্য দিতে হবে আমিরাত-বাহরাইনকে: রুহানি

0
523
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের চিরশত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির কারণে কোনো ভয়াবহ পরিস্থিতির তৈরি হলে তার দায় সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মঙ্গলবার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে নিজ নিজ পক্ষে সই করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এবং আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। তার একদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইরানি প্রেসিডেন্ট।

বুধবার মন্ত্রিপরিষদ বৈঠকে রুহানি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল প্রতিদিন অ্যবাহতভাবে নৃশংসতা বাড়িয়ে চলছে।