ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই: শিল্পমন্ত্রী

0
449
blank
ফাইল ছবি
blank

ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। আর যেসব রাজনীতিবিদ ইসলামের নামে জঙ্গিদের নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার শাহজাহানপুর মাঠে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ধর্মের দোহাই দিয়ে এ দেশের যুব সমাজকে বিপথগামী করা হচ্ছে। কিন্তু ইসলাম শান্তির ধর্ম। এখানে মানুষ হত্যা পুরোপুরি হারাম। অথচ এক শ্রেণির উগ্র মৌলবাদিরা এই ইসলামের ভুল ব্যাখা দিচ্ছে। তাদের এ ব্যাখায় অনুপ্রাণিত হয়ে তরুণরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। যারা এসব কাজ করতে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদে জড়িতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। অনেককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তাদেরও বিচার হবে।