ইসির নির্দেশ মানল না পরিকল্পনা মন্ত্রণালয়

0
479
blank
blank

স্টাফ রিপোর্টার: ইসিকে বৃদ্ধাঙুলি দেখিয়ে একনেকে ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত প্রকল্পের মধ্যে ৭টি প্রকল্প পৌর নির্রাচন এলাকার আওয়াতাধীন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক বৈঠক এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন ও উন্নয়ন প্রকল্প একসাথে চলবে, এতে কোনো সমস্যা হবে না। আমরা নির্বাচনের জন্য উন্নয়ন কাজ নিয়ে বসে থাকব না। কারণ নির্বাচন সারা বছর চলে আমাদের উন্নয়ন কাজও চলে।

নির্বাচন চলার সময় উন্নয়নমূলক প্রকল্প না দিতে পরিকল্পনা মন্ত্রণালয়কে ইসি চিঠি দিয়েছে এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, আমাদের কাছে তারা চিঠি দিয়েছে । আমরা কোনো একক এলাকায় প্রকল্প দেইনি। এটি জাতীয় প্রকল্প। তাই আমার মনে হয় না কোনো সমস্য হবে।