উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগনকে সজাগ থাকতে হবে: এম.এ মান্নান

0
542
blank
blank

জগন্নাথপুর: প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের আয়ের প্রধান উৎস কৃষি। আমরা কৃষকের সন্তান।আমাদের প্রয়োজন উন্নয়নের আর উন্নয়নের জন্য প্রয়োজনে ঐক্য। সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে,জনগনকে সজাক থাকতে হবে,একদল লোক আছেন যারা দেশের উন্নতি চায় না, দেশের উন্নতি তাদের সহ্য হয়না। আমাদের বরাদ্দ অনেক আছে।কাজ করতে হবে। বর্তমান সরকার ফসলহারা মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রবিবার রাত আট ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ কার্যালয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত প্রতিমন্ত্রী এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ সুন্দর আলী,পরিচালনা করেন সাধারন সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন,সহ সভাপতি মসাহিদ আলী,সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের মজনু,ধনেশ চন্দ রায়,রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর,রানীগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সামাদ,জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি ছালেহ আহমদ,সহ সম্পাদক দিদার আহমদ সুমন,যুবলীগ নেতা জাকির হোসেন, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিটু, সহ সভাপতি হিবলু তালুকদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মর্কতা মাসুম বিল্লাহ,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী,রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা,আওয়ামীলীগ নেতা হাজী ফজলুর হক,মজলুর হক,হাজী মকবুল হোসেন,মনতুস দাশ মলয়,৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাদল দাশ,৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মুনজু মিয়া সহ রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।