এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ

0
511
blank
blank

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। আজ রবিবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

জানা গেছে, এবার সারা দেশে গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ এবং মোট জিপিএ ৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭.২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৮১৫ জন। কারিগরী শিক্ষা বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২৬৬৯ জন। সব মিলিয়ে আটটি সাধারণ শিক্ষা বোর্ড পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।

এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানান, দুপুর দেড়টার সময় নিজ নিজ কেন্দ্র/প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

চলতি বছরের গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।