একদলীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই ‘রোডম্যাপ’ করা হয়েছে: মওদুদ

0
475
blank
blank

নিজস্ব প্রতিবেদক: একদলীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই ‘রোডম্যাপ’ ঘোষণা করা হয়েছে অভিযোগ করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, এই রোডম্যাপের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসা উচিত ছিল নির্বাচন কমিশনের।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “ওই রোডম্যাপ দিয়ে কী হবে যদি দেশে একটা সুষ্ঠু, গণতান্ত্রিক ও অবাধ নির্বাচন না হয়? রোডম্যাপ দেওয়ার আগে তাদের উচিত ছিল, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা।

“এখন তারা (ইসি) বলছেন, আলোচনা করবেন। রোডম্যাপ দেওয়ার পরে আলোচনা করার চাইতে আগে আলোচনা করা উচিত ছিল।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী দেড় বছরের কাজের খসড়া সূচি (রোডম্যাপ) গত ২৪ মে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

২০১৯ সালের জানুয়ারির মধ্যে ভোট শেষ করতে এ বছরের জুলাই থেকে আগামী বছর ভোটের তফসিলের আগ পর্যন্ত সময়ের করণীয় ঠিক করা হয়েছে ওই রোডম্যাপে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জিয়া পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মওদুদ আহমদ।

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ‘নিরপেক্ষ’ নন অভিযোগ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, “এটি একটি অগ্রহণযোগ্য কমিশন। তারা এই সরকারের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী চলে।