একাদশে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

0
470
blank
stu
blank

ঢাকা: একাদশ শ্রেণিতে দেশের যেসব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন তার প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি। রবিবার রাত সাড়ে ১২টার পর আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ তালিকা প্রকাশ করে। এই তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৩ জুন দ্বিতীয় এবং ১৮ জুন তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

মনোনীতদের তালিকা http://www.xiclassadmission.gov.bd/ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমেও কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলেন তা জানা যাচ্ছে। উল্লেখ্য, গত ৯ থেকে ৩১ মে পর্যন্ত কলেজে ভর্তির আবেদন নেওয়া হয়। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।