এক হাজার ওয়াই-ফাই জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে: পলক

0
989
blank
blank

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন পার্ক ও হাটবাজারসহ বিভিন্ন পাবলিক প্লেসে এক হাজার ওয়াই-ফাই জোন স্থাপন করার পরিকল্পনা রয়েছে। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ফিরোজা বেগমের (চিনু) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশব্যাপী সাশ্রয়ী ইন্টারনেট সেবা ও টেকসই নেটওয়ার্ক গড়ার লক্ষ্যে পয়েন্ট অব ইন্টারকানেক্ট স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা ও ইউনিয়নসমূহের দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এরই মধ্যে দেশের প্রতিটি জেলায় ৫৫টি ও প্রতিটি উপজেলা পর্যায়ে ৩০টি সরকারি অফিস একই নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছে। উপজেলা পর্যায়ের সর্বমোট ১৮ হাজার ১৩০টি সরকারি দফতরে কানেকটিভিটি স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে আট শ সরকারি অফিসে ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন করা হয়েছে। স্থাপিত এসব ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে দিকনির্দেশনা ও বক্তব্য দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে আইসিটি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৯ সাল থেকে ১ম পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিন হাজার ৫৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। বর্তমানে ‘সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা শিক্ষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ প্রকল্পের মাধ্যমে আরো ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হয়েছে। প্রতিটি ল্যাবে ইন্টারনেট সংযোগের লক্ষ্যে ব্যবস্থা রাখা হয়েছে। বাসস