এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের চেয়ে স্বস্তিদায়ক হবে: কাদের

0
539
blank

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কের কোথাও যানজট নেই। রাস্তঘাটের অবস্থা সুন্দর। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের চেয়ে অনেকটা স্বস্তি ও আরামদায়ক হবে।

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, এবছর ঈদে সড়ক কিংবা মহাসড়কে কোথাও যানজট হওয়ার আশংকা নেই। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। যানবাহনে শৃঙ্খলা এলে আমার মনে হয় এবার ঢাকাসহ সারা দেশে কোথাও রাস্তায় যানজট হবে না।’

সেতুমন্ত্রী বলেন, এবার কিছুটা সমস্যা হবে গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে। এ রাস্তায় বিআরটিএ’র কাজ চলছে। গাজীপুরের মেয়র সেখানে ৩শ’ স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। সেখানে একটু অস্বস্থি হবে। এই অংশ ছাড়া বাংলাদেশের আর কোথাও সমস্যা হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর টঙ্গী ও বিমানবন্দর সড়কে কোন নির্মাণ কাজ যদি সমস্যার সৃষ্টি করে তাহলে ঈদের সময় সেই কাজ প্রয়োজনে বন্ধ রাখা হবে।