ঐক্যবদ্ধ থাকলে বাতিল শক্তি কথা বলার সাহস পাবে না: আল্লামা শফী

0
602
blank
blank

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাক চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, রমজান মুসলিম উম্মাহকে যে ঐক্য ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয় তার চর্চা থাকলে সমাজে হানাহানি থাকবে না। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। আমরা মানবতার কল্যাণে কাজ করব। মুসলমান একে অপরের ভাই। ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ থাকলে কোনো বাতিল শক্তি কথা বলার সাহস পাবে না।
চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও মসজিদ অবৈধ দখলদারমুক্ত হওয়ায় এক শোকরানা দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসার নতুন পরিচালক ও সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। বক্তৃতা করেন, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা শামসুল হক জালালাবাদী, মুতাওয়াল্লির প্রতিনিধি মাওলানা তারেক ফায়সাল ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।