করোনার দ্বিতীয় ঝড় বেশি ভয়ানক হতে পারে

0
672
blank
blank

ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সে দেশের সরকারের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ক্রিস হোয়াইটি সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাস দ্বিতীয়বার ছড়িয়ে পড়তে শুরু করলে তা প্রথমবারের তুলনায় তীব্র হতে পারে এবং শীতকালে এটির সংক্রমণ শুরু হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

প্রফেসর ক্রিস হোয়াইটি আরো বলেন, প্রতিটি দেশই লকডাউন ব্যবস্থা শিথিল করার উপায় খুঁজছে। কিন্তু মহামারিটি নিয়ন্ত্রণে রাখতে  অত্যন্ত কঠিন ভারসাম্য রক্ষা আইন চালু করতে হবে।