কাপাসিয়ায় একই স্থানে কৃষকলীগ-ছাত্রলীগ সমাবেশ, ১৪৪ ধারা জারি

0
502
blank
blank

গাজীপুরের কাপাসিয়ায় একই স্থানে কৃষকলীগ ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি জারি করেছে স্থানীয় প্রশাসন।
জানা যায়,  শুক্রবার দুপুরে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও শিল্পপতি, বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ভাগিনা আলম আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল।
ওই সমাবেশকে সফল করতে গত কয়েক দিন যাবত কৃষকলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচার প্রচারণা করা হয়। কিন্তু হঠাৎ কৃষকলীগের ওই সমাবেশ স্থলে ছাত্রলীগ সমাবেশ আহবান করে। এরই প্রেক্ষিতে যে কোনো ধরণের সংঘর্ষ এড়াতে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে কড়িহাতা উচ্চ বিদ্যালয় এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়িহাতা উচ্চ বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।