কারখানা বন্ধ ও বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

0
607
blank
blank

আশুলিয়া (ঢাকা): পোশাক কারখানা বন্ধ ও বেতনের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন আশুলিয়ার ২ কারখানার শ্রমিকরা। রোববার (২৯ মার্চ) সকাল থেকে আশুলিয়ার গৌরিপুরের মোরাদ অ্যাপারেলসের ৬০০ শ্রমিক ও খেঁজুরবাগান এলাকার লন্ড্রি ওয়াশিং লিমিটেডের প্রায় ৯০০ শ্রমিক এ আন্দোলন করে শুরু করে।

শ্রমিকরা জানান, করোনা ভাইরাসের কারণে আশেপাশের প্রায় সব কারখানা বন্ধ রয়েছে। তারা কারখানা আসা-যাওয়ার সময় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কারখানায় যাওয়ার সময় পরিবহন পাওয়া যায় না। প্রশাসন সব শ্রমিকদের একত্রিত হতে দেয় না। এ অবস্থায় শ্রমিকরা ৪ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত ছুটির দাবিতে ফ্যাক্টরিতে কর্মবিরতি পালন করছে।