কুমিল্লা’র বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে দুই পুলিশ সদস্য আটক

0
655
blank
ফাইল ছবি
blank

কুমিল্লা : অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে কুমিল্লার বুড়িচং শংকুচাইল উত্তর বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল উত্তর সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া পুলিশ সদস্যরা হলেন, কুমিল্লার বুড়িচং থানার কনস্টেবল নজরুল ইসলাম ও নূরুল আলম।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার-১০ বিজিবির শংকুচাইল ক্যাম্পের ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বুড়িচং থানার দুই পুলিশ সদস্য সীমান্তের শংকুচাইল উত্তর এলাকায় ঘোরাফেরাকালে টহলরত বিজিবির সদস্যদের সন্দেহ হলে সীমান্তে আসার কারণ চাওয়া হয়। এ নিয়ে পুলিশ এবং বিজিবির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ওই দুই পুলিশ সদস্যকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে কুমিল্লা সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ক্যাম্পে এসে তাদেরকে নিয়ে যান।

তবে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।