কুমিল্লা নগরীতে পাল্টাপাল্টি হামলায় নিহত ২

0
502
blank
blank

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছেন, আহত হন অন্তত ১২ জন।

শনিবার সন্ধ্যা ও রাতে এ দুই ঘটনায় নিহতরা হলেন রাসেল (২৬) ও হানিফ (২৮)।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাসেলের চাচা নুরুজ্জামান ও স্থানীয়রা জানান, নগরীর বারপাড়া এলাকায় একটি কবরস্থান নিয়ে বিরোধের জেরে স্থানীয়রা দুটি পক্ষে বিভক্ত ছিল কয়েকদিন থেকে।

নুরুজ্জামান বলেন, শনিবার বিকালে স্থানীয় মাঠে ফুটবল খেলা নিয়ে তারা আবার বিরোধে জড়ায়। এর জেরে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মাগরিবের নামাজ শেষে একটি পক্ষের লোকজন বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজের সামনে ৪-৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

“ওই সময় রাসেলকে তারা ময়নামতি মেডিকেল কলেজের সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে আরও ১০-১২ জনকে কুপিয়ে আহত করে।”

কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব বলেন, একজনকে হত্যার জেরে রাতে স্থানীয় আবদুস সালামের ছেলে প্রবাস ফেরত হানিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।