কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১

0
553
blank

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ সমকালকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার বলেন, আগুনের সূত্রপাত গ্যাসের সিলিন্ডার থেকে। কারখানায় প্রায় ২০০-২৫০ জন শ্রমিক ছিলেন। একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২৫ জন।

আগুনে আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত শ্রমিক মো. আলম হোসেন বলেন, বিকেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে যায়। এর আগে একই কারখানায় দুইবার আগুন লাগে।

চুন কটিয়া এলাকার বাসিন্দা ফারুক আহমেদ আহমেদ বলেন, প্রতিবছর কারখানায় আগুনের ঘটনা রহসজনক। এ নিয়ে তিনবার আগুনের ঘটনা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।