কোটা সংস্কারের দাবি মেনে নেয়াটা ছিল ‘তামাশা’ : রিজভী

0
522
blank

শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেয়াটা সরকারের ‘তামাশা’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদের ‘ধারালো অস্ত্র’ দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে।  রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

শিক্ষাঙ্গনকে বাকশালী খাঁচায় বন্দী করার জন্যই বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে তৈরি করা হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান ছাত্রলীগ খুন, জখম, হাঙ্গামা, হল দখল, সিট বাণিজ্য, শিক্ষক-ছাত্রছাত্রীকে লাঞ্ছিত করার প্রতীকে পরিণত হয়েছে। সে জন্যই পুলিশের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষতবিক্ষত করতে ছাত্রলীগও নেমে পড়েছে।

শনিবার কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান রিজভী।

বিএনপি নেতা রিজভী দলের পক্ষ থেকে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তাঁকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করানোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন