ক্ষমতায় গেলে জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে: মেহবুবা

0
859
blank
blank

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি বলেছেন, ক্ষমতায় গেলে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) ও জামায়াত-ই-ইসলামীর (জেইএল) ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নেয়া হবে।মঙ্গলবার বারামুল্লার এক জনসভায় তিনি এ কথা বলেন। খবর উন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি এক আদেশে জামায়াত-ই-ইসলামী পরিচালিত সব স্কুল, এতিমখানা ও অফিস বন্ধ করে দেয়া হয়। তবে জামায়াতের পক্ষ থেকে এ সময় কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি। কারণ তারা অনেক সমস্যায় ছিল এবং তাদের পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলেনি।

শুধু পিডিপিই তাদের পক্ষ নিয়ে এগিয়ে এসেছে। পিডিপি প্রধান বলেছেন, জামায়াত পরিচালিত স্কুল, এতিমখানা বন্ধ করে দেয়ার পক্ষে আমরা নই। যখন সময় আসবে এবং আমরা ক্ষমতায় যাব, তখন আমরা এ নিষেধাজ্ঞা তুলে নেব।

তিনি বলেন, তার দল সঠিক পথেই আছে এবং থাকবে। তবে বিজেপি সঠিক পথে নেই। তারা ভুল পথে হাঁটছে।