ক্ষমতা পাকাপোক্ত করতে আন্দোলনে বাধা দিচ্ছে সরকার: সেলিম

0
475
blank
blank

বিশেষ সংবাদদাতা: ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ৬৯’র গণঅভ্যুত্থান এবং সর্বশেষ এরশাদবিরোধী আন্দোলন শহর থেকে শুরু হয়ে গ্রামে ছড়িয়ে পড়েছিল। সুতরাং শহরাঞ্চলে আন্দোলন দমাতে পারলে ক্ষমতায় টিকে থাকা যাবে বলে সরকার মনে করছে।

তিনি বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে শহরে, বিশেষত রাজধানীতে সর্বশক্তি নিয়োগ করে আন্দোলন সংগ্রাম তৈরিতে বাধা দিচ্ছে সরকার। ক্ষেতমজুর সমিতির সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেলিম এসব কথা বলেন।