খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন: রিজভী

0
569
blank
blank

ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সারা শরীরে ব্যথায় কাতরাচ্ছেন তিনি। হাত-পা নাড়াতে পারছেন না। সুচিকিৎসার অভাবে তাঁর জীবন এখন সংকটাপন্ন। আমি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।’

শুক্রবার সকালে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে কোনও প্রকার চিকিৎসাই দেয়া হচ্ছে না। গত ৮ দিন তাঁর কাছে কোনও চিকিৎসক যাননি। জরুরি ভিত্তিতে তাঁর উন্নত চিকিৎসা না দিলে বড় ধরণের ক্ষতি হয়ে যাবে। তাঁকে হত্যা করতেই তাকে কোনও চিকিৎসা দেয়া হচ্ছে না। সুচিকিৎসার অভাবে প্রাণহানির পর্যায়ে উপনীত তিনি। আমরা মনে করি, এই মিডনাইট সরকার গভীর নীলনকশা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার অপপ্রয়াসে চালাচ্ছে বলেই চাহিদামত চিকিৎসা প্রদানের সুযোগ দিচ্ছে না। তার প্রাপ্য জামিনে সরাসরি বাধা দেয়া হচ্ছে। নগ্নভাবে আদালতের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।’