খালেদা জিয়ার মুখে ক্ষমার কথা মানায় না: ওবায়দুল কাদের

0
503
blank

জামালপুর জামালপুরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে বলেছেন, আপনি কাকে ক্ষমা করে দিয়েছেন? আপনার কাছে কে ক্ষমা চেয়েছেন? শেখ হাসিনা কখনোই কারো কাছে মাথা নত করেননি। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যে কারা ছিল বাংলার মানুষ তা জানে। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর খুনিদের পুরষ্কৃত করে বিদেশে পাঠিয়েছেন। ওইসব খুনিদের ক্ষমা করা যায়না। আপনার মুখে ক্ষমার কথা মানায় না।

শুক্রবার সকালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপি একবার বলে তত্ত্বাবধায়ক সরকার, আবার বলে সহায়ক সরকারে অধিনে নির্বাচন দিতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? নির্বাচন মামার বাড়ির আবদার নয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সংবিধান অনুযায়ী দেশের চলমান সরকারের অধিনেই নির্বাচন হবে। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।