খালেদা জিয়া নির্বাচনকে দরকষাকষির হাতিয়ার বানাতে চান: তথ্যমন্ত্রী

0
541
blank
blank

ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের মুখোশ পরে নির্বাচন বানচাল করতেই সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। তিনি দুর্নীতি-সন্ত্রাসের বিচার থেকে নিজেকে রক্ষা করতে নির্বাচনকে দরকষাকষির হাতিয়ার বানাতে চান। ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন প্রাঙ্গণে বুধবার বিকেলে জাসদের ‘নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা’ শীর্ষক সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জাসদ সভাপতি ইনু।
হাসানুল হক ইনু বলেন, ‘দেশ যখন সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও খালেদা জিয়া গণতন্ত্র- নির্বাচনের মুখোশ পরে ‘সহায়ক সরকারের ফাঁদ’ পেতে তা বানচাল করতে চায়। মনে রাখতে হবে, নির্বাচন কোনো দরকষাকষির হাতিয়ার নয়।’
জাসদ সহসভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে দলীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, শওকত রায়হান, নূরুল আখতার, এড হাবিবুর রহমান শওকত প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে লাল পতাকাশোভিত স্লোগানমুখর র‌্যালি রমনা থেকে পল্টনে গিয়ে সমাপ্ত হয়।