গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে সবার অংশগ্রহণে নির্বাচন চায় ইইউ পার্লামেন্ট

0
817
blank

ঢাকা: ঢাকার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে  বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির চেয়ারম্যান বার্নড লেগে।

বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠনের কথা বলছে ইউরোপীয় পার্লামেন্ট। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ওই নতুন নির্বাচন কমিশনটি এমন হতে হবে, যাতে করে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে ভোটারদের আস্থা থাকবে। গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে সবার অংশগ্রহণে একটি নির্বাচন করার কথাও বলেছে সংস্থাটি।

ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির এক প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আগামী নির্বাচন কমিশন নিয়ে তাদের এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করার কথাও তারা বলেছে।

চার দিনের বাংলাদেশ সফরের শেষ প্রান্তে এসে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি ঢাকায় ইইউ দূতাবাসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে।